Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভাষা ও সংস্কৃতি

৪নং কলম ইউনিয়নে দুই ধর্মের লোক বাস করে। মুসলিম, হিন্দু প্রত্যেকের ভাষা বাংলা। প্রতি বছর বিভিন্ন ধর্মের মেলা বসে। প্রত্যেক ধর্মের নিজস্ব সংস্কৃতি রয়েছে যা যথারীতি পালন করে থাকেন। আমাদের ইউনিয়নে একজন কবি আছেন যিনি আমাদের বাংলাদেশের নেতা শেখ মুজিবুর রহমান কে নিয়ে একটি কবিতা রচনা করেছেন। যে কবিতার নাম বঙ্গবন্ধু :-

 

কবিঃ এ,কে,এম আজাহারুল ইসলাম।

প্রধান সহকারী, কলম ডিগ্রী কলেজ

কলম, সিংড়া, নাটোর।

মোবাইল- ০১৭৩২-৪০৩৫০২

 

 

   বঙ্গবন্ধু আমাদের নয়নমনি

     বঙ্গবন্ধু আমাদের সোনার খনি

               বঙ্গবন্ধু বাংলার অবিসংবাদী নেতা       

                                                   স্বাধীনতার পর হল জাতির পিতা।                                       

 

হাজারো কষ্ট গেঁথে নিয়ে বুকে

            ফুটিয়েছে হাসি আজ বাঙ্গালীর মুখে

            যুগ যুগ ধরে আমরা ছিলাম পরাধীন

            বঙ্গবন্ধু না হলে এদেশ হতনা স্বাধীন।

 

বঙ্গবন্ধুর ডাক শুনে আমরা থাকিনি বসে

অস্ত্র ধরে ছিনিয়ে এনেছি বাংলার বিজয় শেষে

            দেখিয়ে দিয়েছি আমরা বিশ্বের দরবারে

আমাদের দেশ রাখিতে পারেনি ওরা জোর করে।

 

           আমাদের এক বিন্দু মাটি কাউকে দেবনা দেবনা

অন্যের মাটি আমরা কোনদিন নেবনা নেবনা

            আমাদের যা আছে তাই নিয়ে রয়েছি সুখে

            মাথা উঁচু করে আজ দাঁড়িয়েছি বিশ্বের বুকে।

 

পরাধীনতার শিকল ভেঙ্গে আমরা পেয়েছি মুক্তি

                                                জীবন ভরে বঙ্গবন্ধুকে আমরা করিব ভক্তি

          বঙ্গবন্ধু বঙ্গবন্ধু তুমি এই বাংলার শ্রেষ্ঠ বাঙ্গালী

         তোমারই জন্য আজকে আমরা বুক ফুলে কথা বলি।

 

তোমার জন্ম না হলে এ বাংলার জন্ম হতনা

           এই সোনার দেশ কোনদিন স্বাধীনতা পেতনা

          ৩০ লক্ষ জীবনের বিনিময়ে স্বাধীনতা পেয়েছি

           লাল সবুজের পতাকা আজ আমরা এনেছি।

 

বঙ্গবন্ধু জাতির পিতা শেখ মুজিবুর রহমান

            সোনার বাংলা স্বাধীনতার জন্য তোমারই অবদান

নত শিরে আজ হে জাতির পিতা তোমাকেই স্মরি

           বাঙ্গালীর অন্তরে তুমি রহিবে জীবন ভরি।

 

তোমার কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী বাংলাদেশে

           সকল জাতি রয়েছি আমরা আজকে মিলেমিশে

          নেই ভেদাভেদ সবাই সমান সকলেই ভাই ভাই

          আমাদের মত সোনার দেশ বিশ্বে কোথাও নাই।

 

সুজলা সুফলা সোনার দেশে তুমি নয়নমনি

তোমারই জন্য পেয়েছি আমরা স্বাধীন বঙ্গভূমি

তুমি সর্ব কালের সর্ব শ্রেষ্ঠ এই বাংলার বুকে

           খোদা যেন রাখে তোমাকে পরম সুখে।

 

কি অন্যায় করেছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

           হত্যা করে প্রমান করিলে তোমরা মির্জাফর বেইমান

         তোমাদের বিচার শুরু হয়েছে বাংলার মাটিতে

         মির্জাফর বেইমানদের বিচার আজ হচ্ছে ফাঁসিতে।

 

            যারা আমাদের জাতির পিতাকে করেছে ধ্বংস

           এই বাংলার বুকে রাখিব না তাদের কোন বংশ

          শুরু হয়েছে আজ বিচারের সঠিক ফলাফল

         ৪০ বছর নীরবে ফেলেছি দু চোখের জল।

 

                                            বঙ্গবন্ধু জাতির জনক তুমি ঘুমিয়ে আছ টুঙ্গীপাড়া

                                            তোমার শোকে আজকে আমরা হয়ে আছি দিশেহারা

হে দয়াময় জাতির পিতারে স্বর্গে রেখ

                                                এই বাংলাদেশকে চিরদিন সুনজরে দেখ।

                                                                    সমাপ্তি