৪নং কলম ইউনিয়নের ছোট একটি ইতিহাস
কলম গ্রামকে কলম বলিয়া নাম করনের কারণ অনেক দিন আগের কথা এই জায়গায় এক রাজা ভ্রমণ করতে এসেছিল, এই জায়গায় ভ্রমণ কালে ঐ রাজার কলম হাড়িয়ে গিয়েছিল তাই গ্রামের নাম কলম হইয়াছে। এই হচ্ছে ৪নং কলম ইউনিয়নের ছোট একটি ইতিহাস। বিল দেখোতে চলন, শিব দেখতে তালম,আর গ্রাম দেখতে কলম, সেই বিখ্যাত কলম গ্রামের নাম অনুসারে ৪নং কলম ইউনিয়নের নাম।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস