Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মাসিক সভার সিন্ধান্ত সমূহ

৪নং কলম ইউনিয়ন পরিষদ

উপজেলাঃ সিংড়া, জেলাঃ নাটোর।

ইউনিয়ন উন্নয়ন সমম্বয় কমিটি (ইউডিসিসি মিটিং)। অধিবেশন নম্বরঃ- ০৩

 

সভার স্থানঃ ইউনিয়ন পরিষদ ভবন।                           তারিখঃ ০৮/০৪/২০১৪ইং                                  সময় সকাল ০৯.০০ মিনিট।

 

অদ্যকার সভায় সর্ব সম্মতিক্রমে জনাব মোঃ জহুরুল ইসলাম, (প্যানেল নং-১) চেয়ারম্যান সাহেবের সভাপতিত্বে সভার কাজ আরম্ভ করা হইল।

 

আলোচ্য বিষয়ঃ

০১. গত সভার সিন্ধান্ত সুমূহ পাঠ ও অনুমোদন।

      ০২. বিভিন্ন বিভাগ/ সংস্থা ভিত্তিক কার্যক্রম বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনা।

০৩. ইউনিয়নের আইন শৃংখলা পরিস্থিতির বিষয়ে আলোচনা।

০৪. ইউনিয়নের আয় বর্ধক কার্যক্রমের উপর আলোচনা।

      ০৫. বিবিধ।

 

 

ক্রঃ নং

আলোচ্য বিষয়

গৃহিত সিন্ধান্ত

দায়িত্বপ্রাপ্ত ব্যাক্তি

০১

গত সভার গৃহিত মন্তব্য সমূহ পঠন ও অনুমোদন।

 

অদ্যকার সভায় সর্বসম্মতিক্রমে গত ০৮/৭/২০১৩ ইং তারিখের সভার সিদ্ধান্ত সমূহ পঠন ও অনুমোদন করা হয়।

 

ইউ,পি সচিব

 

 

 

 

 

 

 

 

০২

বিভিন্ন বিভাগ/ সংস্থা ভিত্তিক কার্যক্রম বাসত্মবায়ন ও অগ্রগতি পর্যালোচনা।

 

বিভিন্ন বিভগ/ সংস্থা ভিত্তিক কার্যক্রমের অগ্রগতির উপর আলোচনা করা হয়। আলোচনা কালে,

(ক) কৃষি বিভাগঃ-শ্রী সুনীল কুমার সরকার, উপসহকারী কৃষি অফিসার কলম, সিংড়া, নাটোর। বিগত ০২ মাসে ৮০ জন কৃষককে বিভিন্ন সমস্যার উপর পরামর্শ দেওয়া হয়েছে। ১৭ জন কৃষককে সি. আই. জি দলের প্রশিক্ষণদেওয়া হয়েছে।  তিনি আরো জানান বাংলাদেশ সরকার ইউরিয়া সারের দাম প্রতি বসত্মায় ২০০/= টাকা  কমিয়েছেন। যাহাতে কৃষক ক্ষতি গ্রস্থ না হয় এ বিষয়ে সকলের সহযোগীতা কামনা করেণ। 

 

সিদ্ধান্ত: সর্ব সম্মতিক্রমে আগামী সভায় কৃষি বিভাগের বিসত্মারিত প্রতিবেদন দাখিল করার জন্য অনুরোধ করা হইল। আলচ্য বিষয়ে সকলে তত্বপর থাকার জন্য সিদ্ধান্তগ্রহণ করেণ। এবং ইউরিয়া  সারের দাম কমানোর জন্য সন্তোষ প্রকাশ করেণ।

 

(খ) পশু সম্পদঃ-ইউনিয়নে মৎস পশু ও প্রাণী সম্পদের উপর আলোচনা করা হয়। পশুসম্পদবিভাগের স্বেচ্ছাসেবি কর্মি হিসেবে মোঃ মমতাজ উদ্দীন ইউনিয়ন পশু সম্পদ বিভাগের  দায়িত্বে নিয়োজিত আছেন। তিনি জানান সরকারী পর্যায়কোন প্রকার ঔষধ পত্র বরাদ্দ দেওয়া হয় না। বিষয়টি অত্যমত্ম দুঃখ জনক  হলেও সত্য যে, অত্র ৪ নং কলম ইউনিয়নের কৃষকগণ উক্ত সেবা হতে বঞ্চিত হচ্ছে।

 

সিদ্ধান্ত: আগামীতে উপজেলা সমন্বয়ন কমিটির সভায় আলোচ্যবিষয় সমূহ উপস্থাপন করা হইবে বলে চেয়ারম্যান সাহেব সকলকে আসসত্ম করেন।

 

( গ) সাস্থ্য ও প.প বিভাগঃ-সাস্থ্য পরিবার পরিকল্পনা বিভাগের কার্যক্রমের উপর আলোচনা করা হয়। আলোচনা কালে সাস্থ্য পরিদর্শক ও পরিবার পরিকল্পনা বিভাগের পরিদর্শক সভাকে অবিহত করে যে, বিভাগীয় কার্যক্রম সমত্মষ জনগ ভাবে চলছে। সাস্থ্য পরিদর্শক সাহেব জানান যে পারসাঁঐল (সি সি) কমিউনিটি ক্লিনিকে নলকূপের প্রয়াজন। হরিণা কমিউনিটি কিস্ননিকের চারিপার্শে মাটি ভড়াটের  প্রয়োজন। অন্যথায় বিল্লিং এর ক্ষতির  সম্ভাবনা রহিয়াছে। সাস্থ্য পরিদর্শক মোছাঃ আয়শা খাতুন আগামী ০৫/১০/২০১৩ ইং  তারিখে ২-৫ বৎসর বয়স্ক শিশুদের ভিটামিন  এ ক্যাপসুল  খাওয়ানো হবে। সকলের সহযোগীতা কামনা করেণ।

 

সিদ্ধান্ত:  আলোচ্য বিষয়ের উপর আলোচনা অমেত্ম চেয়ারম্যান মহোদয় উপরোক্ত সমস্যা বলী সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন মর্মে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারিদের আস্যস্থ করেন। চেয়ারম্যান মহোদয় বিভাগীয় কর্মিদের পরবর্তি সভায় লিখিত ভাবে কাজের অগ্রগতির প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেষ দেন। ভিটামিন এ ক্যপসুল  খাওয়ানো ক্যাম্পিং সমূহের সকলের সহযোগীতার জন্য আহববান জানানো হয়।

 

(ঘ) এনজিও প্রসঙ্গেঃ-অদ্যকার সভায় অত্র ইউনিয়নে কর্মরত এনজিও প্রতিষ্ঠান সমূহের কোন কর্মকর্তা /প্রতিনিধি উপস্থিত না  থাকায় কোন তথ্য না পাওয়ায় সকলে অসমত্মষ প্রকাষ করেন।

 

সিন্ধামত্মঃআগামী সভায় সংশিস্নষ্ট এনজিও সমূহের অবগতির জন্য অবহিত করা হইবে।

 

 

 

 

বিভিন্ন বিভগ/ সংস্থা ভিত্তিক/

প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত

কর্মকর্তা

 

 

 

 

 

 

 

 

 

 

সংশিস্নষ্ট কর্মকর্তা কর্মচারি

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

(ঙ) জনসাস্থ্য প্রকৌশল বিভাগঃঅদ্যকার সভায় জনসাস্থ্য প্রকৌশল বিভাগের মেকানিক মোঃ জামসেদ আলি সভাকে অবহিত করেন যে ২০১২-২০১৩ ইং অর্থ বছরে জরিপ করে ৭টি নলকূপের পানি পরীক্ষা করা হয়। পানিতে কো প্রকার আর্সেনিক পাওয়া যায়নি। পরীক্ষাতে নলকূপগুলির গায়ে সবুজ রং দেওয়া হইয়াছে। কলম ইউনিয়নে পাঁচটি প্রাথমিক বিদ্যালয়ে জনসাস্থ্য অধিদফতর হইতে অধিক ক্ষমতা সম্পন্ন তারা নলকূপ স্থাপন করা হইয়াছে। বিদ্যালয়গুলি নিমণরম্নপ।

 

১। চাঁনপুর বলিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়।

২। চাঁনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

৩। কলম কুপার পাড়া সনির্ভর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

৪। কলম নগরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

৫। পারসাঐল সরকারি প্রাথমিক বিদ্যালয়।

 

   এমতাবস্থায় স্থাপিত নলকূপগুলির মেরামতের কাজ যথাযথ ভাবে চলিতেছে। পাশাপাশি বিভিন্ন পরিবারে সেনিটেশনের সুফল বিষয়ে পরামর্শ দেওয়া হইতেছে।

 

প্রকাশ থাকে যে আগামীতে আরো ৮টি প্রাথমিক বিদ্যালয়ে অধিক ক্ষমতা সম্পন্ন তারা নলকূপ স্থাপন করা হইবে। প্রাথমিক বিদ্যালয়গুলি ইতি মধ্যে তালিকা ভুক্ত করা হইয়াছে।

 

১। কলম স্পেশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়।

২। কলম গোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়।

৩। কলম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়।

৪। পুন্ডরী সরকারি প্রাথমিক বিদ্যালয়।

৫। কালীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

৬। নাছিয়ার সরকারি ত্রিমোহনী প্রাথমিক বিদ্যালয়।

৭। নাছিয়ারকান্দি উজান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

৮। হরিণা সরকারি প্রাথমিক বিদ্যালয়।

 

সিন্ধান্ত:সর্ব সন্মতিক্রমে জনসাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মেকানিক সাহেবের প্রতিবেদনে সভায় সকলে সমত্মষ প্রকাশ করেণ। ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানে অধিক ক্ষমতা সম্পন্ন তারা নলকূপ স্থাপনের প্রয়োজনী ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধর্তণ কর্তি পক্ষের দৃষ্টি আকর্শণ করা হয়।

 

(চ) বাল্য বিবাহ প্রতিরোধঃবাল্য বিবাহ প্রতিরোধের বিষয়ে বিসত্মারিত ভাবে আলোচনা করা হয়। কলম ইউনিয়নের নিকাহ্ রেজিষ্টার জনাব মোঃ মাসুদ রানা সভাকে অবহিত করেণ যে, সে কোন বাল্য বিবাহের রেজিষ্ট্রী করেণ না। তিনি আরো জানান গত ০২ (দুই) মাসে ২১টি বিবাহ রেজিষ্ট্রী করা হইয়াছে। এবং ০৬ (ছয়) টি তালাক রেজিষ্ট্রী করা হইয়াছে।

 

সিন্ধামত্মঃ বাল্য বিবাহ প্রতিরোধে সকলকে ততপর থাকার জন্য সিন্ধামত্ম গৃহিত হয়।

 

 

(ছ) শিক্ষা:ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠান সমূহে ছাত্র/ছাত্রীদের পাঠ দানে কোন অনিয়মের তথ্য পাওয়া যায় নাই। সভায় সকলে সমেত্মাষ প্রকাশ  করেণ। কলম স্পেশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আঙ্গিনায় বৃষ্টির পানি জমে যাওয়ায় ছোট ছোট ছাত্র/ ছাত্রীদের স্কুলে আশা যাওয়া কষ্টকর। পানি নিস্কাশনের ব্যবস্থা গ্রহণ করা জরম্নরী।

 

সিন্ধান্ত:চেয়ারম্যান মহোদয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশিস্নষ্ট শিক্ষককে আস্যস্থ  করেণ।

 

 

                                                           

                                                              

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

চেয়ারম্যান

 

 

 

 

 

সকল সদস্য

                      

                                                                                                

 

 

 

 

 

 

 

 

 

 

 

০৩

ইউনিয়নের আইন শৃংখলা পরিস্থিতির বিষয়ে আলোচনা।

 

অদ্যকার সভায় সর্ব সন্মতিক্রমে আইন শৃংখলা পরিস্থিতির বিষয়ের উপর আলোচনা হয়, আলোচনাকালে কলম ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য জনাব মোঃ আঃ রাজ্জাক সাহেবের বড় ভাই মোহাম্মাদ আলী মোলস্না পিতাঃ মৃত আঃ রহমান মোলস্না, গ্রামঃ নাছিয়ারকান্দি গত ১৯/০৮/২০১৩ ইং তারিখ রোজ সমবার সকাল ০৭:৩০ মিনিটে প্রকাশ্য দিবালকে রাসত্মার মধ্যে চিহৃত সন্ত্রাসী খুনিদের হাতে নির্মম ভাবে খুন হয়। এমতাবস্থায় সভায় শোক প্রসত্মাব আনা হয় এবং সর্বসন্মতিক্রমে নিহত মোহাম্মাদ আলীর পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। প্রকাশ থাকে যে সিংড়া থানায় মোহাম্মাদ আলীর খুনের মামলা নম্বর ৩০ (জিআর ২৯১) তাং ১৯/০৮/২০১৩ ইং তারিখে রম্নজু হইয়াছে। অত্র পরিষদ উক্ত মামলার সুবিচার সহ আশামিদের সাসিত্মর দাবি করেণ। প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণের জন্য উদ্ধর্তণ কর্তিপক্ষের দৃষ্টি আকর্শণ করা হয়।

 

 

০৪

ইউনিয়নের আয় বর্ধক কার্যক্রমের উপর আলোচনা।

 

দ্যকার সভায় সর্ব সন্মতিক্রমে কলম ইউনিয় পরিষদের আয় বর্ধক কর্মসূচির উপর বিসত্মারিত ভাবে আলোচনা করা হয়। চেয়ারম্যান মহোদয় সভাকে অবহিত করেণ যে, ইতি মধ্যে ইউনিয়নের রিক্সা, ভ্যান গাড়ি, টেম্পু (ভুডভুডি), সিএনজি, ও ব্যবসা ভিত্তিক মটক সাইক্যালের উপর ইউনিয়নের কর নিরম্নপন স্থায়ী কমিটি কর্তিক কর নির্ধারণ করা হইয়াছে। ইউনিয়নের কর আদায়ের সকলের সহযোগীতা কামনা করেণ।

 

সিন্ধান্ত: ইউনিয়নের কর আদায়ের উপর গুরম্নত্ব দিয়ে কর আদায়ে সর্বসন্মতিক্রমে সার্বিক সহযোগীতার সিন্ধামত্ম গৃহিত হয়।

 

০৫

বিবিধ।

 

অতপর আর কোন আলোচনা না থাকায় সভাপতি মহোদয়  সকলকে ধন্যবাদ জানিয়ে সভার কাজ সমাপ্ত করেন।

 

 

                                                                                            

 

 

                                                                       সভাপতি

                                                                       মো: ফজলার রহমান

                                                                                                  চেয়ারম্যান

                                                                                                                        ৪নং কলম ইউনিয়ন পরিষদ

                                                                                                                                সিংড়া, নাটোর।

 

 

 

 

 

 

 

 

 

 

৪নং কলম ইউনিয়ন পরিষদ

উপজেলাঃ সিংড়া, জেলাঃ নাটোর।

ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটির সদস্যগণ

 

ক্রমিক

নাম

সংশিস্নষ্ট বিভাগ

পদবী

কমিটিতে পদবী

 

মোঃ ফজলার রহমান

চেয়ারম্যান , ইউনিয়ন পরিষদ

চেয়ারম্যান

সভাপতি

 

সকল ইউ,পি সদস্য

ইউনিয়ন পরিষদের সকল সদস্য

ইউ পি সদস্য

সদস্য

 

সকল ইউ,পি সদস্য

ইউনিয়ন পরিষদের সকল স্থায়ী কমিটির সভাপতি

সভাপতি

সদস্য

 

মোঃ মনসুর রহমান

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর

উপ-সহকারী প্রকৌশলী

সদস্য

 

মোঃ মামুন অর রশিদ

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা

সদস্য

 

শ্রী সুশীল সরকার

কৃষি সম্প্রসারন অধিদপ্তর

উপ-সহকারী কৃষি সম্প্রসারন কর্মকর্তা

সদস্য

 

মমতাজ উদ্দিন

প্রানী  সম্পদ অধিদপ্তর

ভেটেনারী ফিল্ড এ্যাসিস্টেন্ট

সদস্য

 

মোঃ নবীর উদ্দীন

প্রানী  সম্পদ অধিদপ্তর (কৃত্তিম প্রজনন) (সূর্য্যপুর)

ভেটেনারী ফিল্ড এ্যাসিস্টেন্ট

সদস্য

 

মোঃ সুলতান আহমেদ

মৎস্য অধিদপ্তর

ফিল্ড এ্যাসিস্টেন্ট

সদস্য

 

১০

ডাঃ মোঃ হাবিবুর রহমান

স্বাস্থ্য অধিদপ্তর

উপ-সহকারী কমিউনিটি স্বাস্থ্য কর্মকর্তা

সদস্য

 

১১

মোঃ নজরম্নল ইসলাম

স্বাস্থ্য অধিদপ্তর

স্বাস্থ্য পরিদর্শক

সদস্য

 

১২

 মোঃ রাজিবুল হাসান

স্বাস্থ্য অধিদপ্তর

সহকারী স্বাস্থ্য পরিদর্শক

সদস্য

 

১৩

মোসাঃ শিরিনা পারভীন

পরিবার পরিকল্পনা অধিদপ্তর

পরিবার কল্যান পরিদর্শক

সদস্য

 

১৪

মোছাঃ হাসিনা বানু

পরিবার পরিকল্পনা অধিদপ্তর

পরিবার কল্যান সহকারী

সদস্য

 

১৫

শ্রী নিখিল চন্দ্র

সমাজ সেবা অধিদপ্তর

ইউনিয়ন সমাজ কর্মী

সদস্য

 

১৬

আঃ ছালাম

আনছার ও ভিডিপি

ইউনিয়ন দলনেতা

সদস্য

 

১৭

মোঃ জমসেদ আলী

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর

টিউবওয়েল মেকানিক

সদস্য

 

১৮

 মোঃ মুনছুর রহমান

কমিউনিটি অর্গানাইজার

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর

সদস্য

 

১৯

মোঃ রজব আলী

বাংলাদেশ পলস্নী উন্নয়ন বোর্ড

মাঠ সংগঠক

সদস্য

 

 

২০

মোঃ মাসুদ রানা

আইন,বিচারও সংসদ বিষয়ক মন্ত্রনালয়

ম্যারেজ রেজিষ্টার

সদস্য

 

২১

 আহম্মদুল হক

সিআইজি সভাপতি

বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির প্রতিনিধি ( মাধ্যমিক)

সদস্য

 

২২

মোঃ তোরাব আলী

সমাজ সেবক

বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির প্রতিনিধি ( প্রাথমিক)

সদস্য

 

২৩

মোঃ মোশফিকুর রহমান

প্রোগ্রাম অফিসার

আরডিআরএস বাংলাদেশ

এনজিও প্রতিনিধি

সদস্য

 

 

২৪

মোঃ মামুন অর রশিদ

গ্রাম সংঘঠক নজরপুর

গ্রাম সংগঠনের প্রতিনিধি

সদস্য

 

 

২৫

মোঃ মাহাবুর আলম

নজরপুর

স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধি

সদস্য

 

 

২৬

আলহাজ মোঃ রফিকুল ইসলাম,

কলম ইউনিয়ন জামে মসজিদের পেশ ইমাম

ঈমাম ও ধর্মীয় নেতা

সদস্য

 

২৭

মোসাঃ রহিলা বেগম

সমাজ সেবী

নারী প্রতিনিধি (২) জন

সদস্য

 

 

২৮

মোসাঃ আরেফা বেগম

সমাজ সেবী

নারী প্রতিনিধি (২) জন

সদস্য

 

 

২৯

মোঃ আজহারম্নল ইসলাম

ইউনিয়ন পরিষদ

ইউনিয়ন পরিষদ সচিব

সদস্য সচিব