মৃত আলহাজ্ব মো: ময়লাল প্রামানিক, পিতা: মৃত গোলজার প্রামানিক, মাতা: মৃত আছিয়া বেগম, মৃত আলহাজ্ব মো: ময়লাল প্রামানিক এর জন্ম আনুমানিক ১৯০৮ সালে এবং মৃত্যু ১৭ই ডিসেম্বর (সকাল ১০.৩০ মিনিট) ২০০৮ সালে।
*মৃত আলহাজ্ব মো: ময়লাল প্রামানিক, আমার নিজের দাদা ছিলেন, আমার জানা কিছু কাহিনী আমি বর্ণনা করিলাম:- আমি যখন খুব ছোট আমার বয়স তখন ০৫ (পাঁচ) বছর আমার খুব ভালো করে মনে আছে আমার ঘুম ভাংত আমার দাদার হাদীসের বই পড়া শুনে। আমার জ্ঞান হওয়ার পর থেকে কোন দিন তিনাকে সুয়ে বসে হেলায় খেলায় দিন কাটাতে দেখি নাই এক কথায় তিনি এই ৪নং কলম ইউনিয়ন এর মধ্যে একজন কর্মঠ্য মানুষ ছিলেন। আমি যখন জামিল মাদ্রাসায় বগুড়া পড়া লেখা করতেছিলাম তখন আমার মরহুম দাদা জান আমাকে দেখতে গিয়েছিলেন।
আমাদের গ্রামে আরো একজন অনেক প্রখ্যাত ব্যক্তিত্ব আছেন মাও: মো: আলতাব হোসেন, তিনি তিনার জীবনে ৩২ বারের থেকেও বেশি মহান আল্লাহ্ তায়ালার রাস্তার চিল্লা দিয়েছেন এবং ৩০ বছর ইমামতি করেছেন। তিনার ৫টি সন্তান সবাই হাফেজ ও আলেম।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS