আমাদের ৪নং কলম ইউনিয়ন পরিষদে মো: মিজানুর রহমান (কাজল) সকল মামলার আবেদন লিখেন। তার পরে সেই মামলা আমাদের চেয়ারম্যান মহোদয়ের সীল স্বাক্ষর করে সচিব মহোদয়ের নিকট জমা দেওয়া হয়। পরবর্তিতে সচিব মহোদয় বিবাদী এবং বাদীকে নোটিশের মাধ্যমে নির্দিষ্ট সময় এবং তারিখ উল্লেখ করে উভয়কে ইউনিয়ন পরিষদে উপস্তিত হওয়ার জন্য আহব্বান করেন। এই হল আমাদের ইউনিয়ন পরিষদের মামলার নিয়মাবলী। নিম্নে মামলার আবেদন এর নমুনা দেওয় হল।
বরাবর,
চেয়ারম্যান মহোদয়, তাং ০৯-০৫-২০১৪ ইং।
৪নং কলম ইউনিয়ন পরিষদ কার্য্যালয়
উপজেলা: সিংড়া, জেলা: নাটোর।
বাদী বিবাদী
মোঃ আ: শুকুর ১। মোঃ আফতাব উদ্দীন
পিতা মৃত কান্দু ফকির ২।মোঃ ফজলুল হক
গ্রাম: পুন্ডরী, পোস্ট: কলম, গ্রাম: পুন্ডরী, পোস্ট: কলম,
উপজেলা: সিংড়া, জেলা: নাটোর। উপজেলা: সিংড়া, জেলা: নাটোর।
বিষয়ঃ জমাজমি সংক্রান্ত।
জনাব,
সবিনয় বিনীত আরজ এইযে, বিবাদীগন দুর্দামত্ম দাঙ্গাবাজ অসৎ লাটিয়াল প্রকৃতির লোক। তাহারা করিতে পারে না এমন কোন অসাধ্য কাজ নাই। নিন্ম তপশীল বর্ণিত সম্পত্তি আমার হক দখলীয় সম্পত্তি বটে। আমার ইরি ধানের জমির ধানের মধ্যে বিবাদীগন জোড় পূর্বক করিয়া মাটি কাটিয়া আমারই হক দখলীয় হইতে মাটি কাটিয়া দখল করিতেছে।আমি বাধা নিষেধ দিলে মানে নাই তাহা ছাড়া মাধা মৌজার প্রধান বর্গের সাম্রতিক বিচার ও দিয়াছি। তাহার ও কোন সমাধান নাই।
এমতাবস্থায় আমি কোন উপায় না দেখিয়া আপনার শরণাপন্ন হলাম।
অতএব, বিধায় দয়া করিয়্ সরজমিনে তদমত্ম এবং সাক্ষী প্রমান গ্রহনে ও উভয় পক্ষের কাগজ পত্র দেখিয়া আমার সুষ্ঠ সমাধান করিতে আপনার মর্জি হয়।
আবেদনকারীর স্বাক্ষর
পক্ষে
মো: জালাল হোসেন
তপশীল
মৌজাঃ পুন্ডরী
খতিয়ান নং:- ১২৪
দাগ নং:- ১৩৩-১৩৪
পরিমানঃ .২৪ শতাং-১৪ শতাং।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS