Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আনসার ও ভিডিপির দায়িত্ত্ব

আনসার  ভিডিপি সদস্য হলো সরকারি বিশেষ কাজে সহায়তা করা। যেমন বলা যায় যে নির্বাচনের সময় সরকার কে সহযোগীতা করা। যে কাজ গুলো শুধু পুলিশ, বিডি আর, র‌্যাপ সেনাবাহিনীর সাথে নির্বাচনী দায়িক্ত পালন করা এবং ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে দুর্নীতি থামানো সহ আইনের হাতে ধরিয়ে দেওয়া। এই সকল কাজের জন্য আনসার  ভিডিপি সদস্যদের কে বলা হয় ‍‍‍গ্রাম প্রতি রক্ষা দল।

 

১। গ্রাম ভিত্তিক মৌলিক প্রশিক্ষণ প্রদান করা।

২। বিভিন্ন পেশা ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা।

৩। ইউ.পি. নির্বাচন উপলক্ষে আইন শৃংখলা রক্ষায় সহযোগিতা করা।

৪। দূর্গাপূজা উপলক্ষআইন শৃংখলা রক্ষার কাজে সহযোগিতা করা।

৫। নারী ও শিশু প্রাচার সম্পর্কে সকলকে অভিহিত করা।

৬। বাল্য বিবাহ ও বহু বিবাহ সম্পর্কে সকলকে সচেতন করা।

৭। বৃক্ষরোপন করা সম্পর্কে সকলকে আগ্রহী করা।

৮। স্বাস্থ্য সম্মত স্যানিটেশন সম্পর্কে সকলকে সচেতন করা।

৯। পরিবার পরিকল্পনা গ্রহন করা সম্পর্কে সকলকে নিশ্চিত করা।

১০। গরু, ছাগল ও হাঁস মুরগী পালনে সকলকে আগ্রহী করা।

 

আমাদের ৪নং কলম ইউনিয়নে প্রায় ১০০ জন আনসার ভিডিপি সদস্য আছে তার মধ্যে বিভিন্ন ওয়ার্ড হইতে পাওয়া কিছু আনসার ভিডিপি সদস্য।

 

আনসার এর প্রতিষ্ঠা : ১৯৪৮ সালের ১২ ই ফেব্রুয়ারী।
ভিডিপি এর পতিষ্ঠা : ১৯৭৬ সালের ৫ জানুয়ারী।
উদ্দেশ্য : Village Defence Perty.
আনসার এর প্রকার : আনসার ৩ প্রকার।

১। আনসার ব্যাটালিয়ন
২। সাধারণ আনসার
৩। অঙ্গিভূত আনসার
প্রধান পরিচালক : আনসার বিডিপি,খিলগাও,ঢাকা।
নাম : মেজর জেনারেল বির বিক্রম হোসেন স্যারওয়ার্দী-এস.ডি.সি,বি. এস.সি।

 

১। মো: জিয়াউর রহমান।

২। মো: সাইফুল ইসলাম।

৩। মো: আ: কাদের।

৪। মো: মজি শাহ্।

৫। মো: কাশেম আলী।

৬। মো: আলাউদ্দীন।

৭। শ্রী নয়ন কুমার শীল।

৮। মো: সাদেক আলী।

৯। মো: আব্দুল্লাহ্।

১০। মো: আ: সালাম।

১১। মো: কামরুল ইসলাম।

১২। মো: রমিজুল ইসলাম।

১৩। মো: মোফাজ্জল হোসেন।

১৪। মো: আতিকুর রহমান।